মস্কোর ওপর যে ড্রোন হামলার চেষ্টা হয়েছে তাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বলে অভিহিত করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার সকালে ইউক্রেনের পাঠানো দু’টি ড্রোন বিধ্বস্ত হয়ে মস্কোর কয়েকটি অনাবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইলেক্ট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে ড্রোন দু’টিকে ধ্বংস করা হয়।
রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, মস্কো শহরের কেন্দ্রস্থলের কমসোমোলস্কি প্রসপেক্ট এলাকায় কয়েকটি ড্রোন দেখা যায়। ওই এলাকাটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর থেকে খুব বেশি দূরে নয়। আরেকটি ড্রোন রাজধানীর দক্ষিণ অংশের বিজনেস সেন্টারের কাছে বিধ্বস্ত হয়।
শহর কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোন বিধ্বস্ত হওয়ার পরপরই দু’টি এলাকাতে যান চলাচল বন্ধ হয়ে যায় তবে ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনায় কেউ হতাহত হয়নি কিংবা কোনো ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।
সূত্র : রয়টার্স