রংপুরের হারাগাছে মসজিদের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে ৬ জন আহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার মেনাজেরপুল এলাকার ওয়াক্তিয়া মসজিদে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, মসজিদ নিয়ে স্থানীয় রফিকুল ইসলাম ও আসাদুজ্জামান বুলেট এই দুই গ্রুপের বিরোধ চলে আসছিল। এর আগেও একাধিকবার দুই গ্রুপের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। শনিবার হেলমেটধারী কয়েকজন এসে রাস্তার সীমানা প্রাচীর উপড়ে ফেলে। প্রথমে ইটপাটকেল ও পরে লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। এতে ৬ জন আহত হন।
মুসল্লিদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় রফিকুল ইসলাম ও তার ছেলে ওয়াক্তিয়া মসজিদের জায়গা দখলের চেষ্টা করছিল। এরই জের ধরে হামলার ঘটনা ঘটে। এর আগেও মসজিদের ওজুখানা ভেঙে দেওয়া হয়েছিল বলে জানান স্থানীয়রা।