মিনেসোটা স্টেটের মিনিয়েপলিস সিটির সকল মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের আজান মাইকে প্রদানের ঐতিহাসিক একটি বিল গত মঙ্গলবার পাস হয়েছে। মুসলিম-আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত ‘কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স’র (কেয়ার) মিনেসোটা স্টেট চ্যাপ্টারের নির্বাহী পরিচালক জয়লানি হোসেন শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শিগগিরই বিলটিকে আইনে পরিণত করতে সিটি মেয়র জ্যাকব ফ্রে তা স্বাক্ষর করবেন।
কেয়ারের নির্বাহী পরিচালক জয়লানি এক বিবৃতিতে উল্লেখ করেন, এটি হচ্ছে ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে ঐতিহাসিক একটি পদক্ষেপ, যা সারা আমেরিকায় বিস্তৃত হওয়া দরকার। এই বিল পাসের জন্যে আমরা মিনিয়েপলিস সিটি কাউন্সিলের সকল মেম্বারের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি মুসলমান অধ্যুষিত অন্যান্য সিটিতেও একই পন্থা অবলম্বন করা হবে।
উল্লেখ্য, এই সিটি কাউন্সিলের মুসলিম মেম্বার আয়শা চুঘতাই, জামাল ওসমান এবং জেরেমিয়াহ এলিসনের চেষ্টায় বিলটি পাস হয়। এ সময় বলা হয় যে, সিটিতে খ্রিস্টানদের প্রতিটি চার্চে প্রার্থনার সময় বেল বাজানো হয়। জুইশরাও আহ্বান জানান প্রার্থনার জন্য।
এই সিটিতে মাইকে আজান প্রদানের সীমিত কার্যক্রম চালু হয় ২০২০ সালের রমজান মাসে দার আল-হিজরা মসজিদে।