মশার উপদ্রবে নাজেহাল, ঘরোয়া টোটকাতেই রয়েছে সমাধান

0

কথায় আছে মশা মারতে কামান দাগে! তবে আজকাল কিন্তু রীতিমতো কামানেরই খোঁজ করতে হয় মজা তাড়াতে। বিকেল থেকে ঘরের ভিতর মশা তাড়ানোর ওষুধ দিলেও, রাত বিরেতে ফের হাজির হয় মশা। ভাবছেন কী উপায়? ঘরোয়া টোটকাতেই হবে এর সমাধান। রইল টিপস।

সন্ধ্যা লাগার আগেই দরজা-জানালা বন্ধ করে রাখুন। পুরোপুরি অন্ধকার হওয়ার পর দরজা জানলা খুলতে পারেন। জানালায় নেট লাগিয়ে রাখুন। তাহলে জানলা খোলা থাকলে মশা এন্ট্রি নিতে পারবে না। প্রয়োজনে দরজাতেও এই জাল লাগিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে অতিরিক্ত দরজা থাকলে ভালো। মেন দরজা খুলে এই জাল দেওয়া দরজা বন্ধ রাখলে হাওয়াও আসবে, মশাও ঢুকবে না।

তুলসী পাতার গন্ধ নাকি মশাদের একদম সহ্য হয় না। তা ছাড়া তুলসী গাছের ঔষধি গুণও রয়েছে। শীতের এই সময় গরম চায়ের মধ্যে তুলসী পাতা দিয়ে খেলেও উপকার। তাই মশা তাড়াতে ছোট্ট টবে তুলসী গাছ লাগিয়ে ঘরের এক কোণায় রেখে দিন। দেখবেন, এতে মশার উপদ্রব কমবে।

রসুনও মশা তাড়াতে ভীষণ কার্যকর। কয়েক কোয়া রসুন থেতলে জলে সিদ্ধ করে নিন। তার পর সেই জল ঘরের চারদিকে ছিটিয়ে দিন। দেখবেন ঘরের ভেতরে আর কোনো মশা থাকবে না।

এছাড়া, সন্ধ্যাবেলা ঘরে ধুনোর ধোঁয়া দিতে পারেন, নারকেল ছোবড়া আর ধুনো মিশিয়ে জ্বালালে তা শরীরের ক্ষতি করে না আর মশাও তাড়ায়। রাতে মশারি টানিয়ে ঘুমনোর অভ্যাস করুন। এর চেয়ে সহজ ও নিরাপদ আর কিছুই নয়।

বিডি প্রতিদনি/কেএ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here