মর্মান্তিক, এক বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল আরো চার বন্ধুর

0

ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে গঙ্গা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে পাঁচ কিশোরের মৃত্যু হয়েছে।  তাদের প্রত্যেকের বয়স ১৫ থেকে ১৬ বছরের মধ্যে।

শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। 

এছাড়া আরো দু’জনকে উদ্ধার করেছেন স্থানীয়রা। তারা হলো- সোনু (১৫) এবং আরিয়ান (১৬)।

জানা গেছে, শুক্রবার বিকালে ওই সাত বন্ধু মিলে গঙ্গার স্থানীয় মেহদাউরি কাচার ঘাট এলাকায় গোসল করতে যায়। এ সময় হিমানসুকে হঠাৎ পানিতে তলিয়ে যেতে দেখে অন্য বন্ধুরা আতঙ্কিত হয়ে পড়ে। তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তারাও ডুবে যায়। 

পরে স্থানীয়রা এসে তাদের মধ্যে দু’জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

পরবর্তীতে সবার মরদেহই উদ্ধার করা হয়। সেগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, স্টেটসম্যান, ডেকান ক্রনিকল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here