‘মর্দানি ৩’-এ ফিরছেন রানি মুখার্জি

0
‘মর্দানি ৩’-এ ফিরছেন রানি মুখার্জি

বলিউডের জনপ্রিয় ও বলিষ্ঠ অভিনেত্রী রানি মুখার্জি আবারও ফিরছেন তাঁর অন্যতম আইকনিক চরিত্র, সাহসী পুলিশ অফিসার শিবানী শিবাজি রায়-এর ভূমিকায়। তার পরবর্তী ছবি ‘মর্দানি ৩’-এর মাধ্যমে এই চরিত্রে তৃতীয়বারের মতো পর্দায় দেখা যাবে তাঁকে। অভিরাজ মীনাওয়ালার পরিচালনায় ছবিটি মুক্তি পাবে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে।

ছবির মুক্তির আগে রানি এক বিবৃতিতে বলেন,“আমার ‘মর্দানি’ ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে ভারতীয় পুলিশ বাহিনীকে স্যালুট জানাতে পারা আমার জন্য একটি বড় সম্মান। তাঁরা যেভাবে নিজেদের জীবন বাজি রেখে আমাদের সুরক্ষা নিশ্চিত করেন, তা সত্যিই অসাধারণ।”

rani
রানি মুখার্জি। সংগৃহীত ছবি

তিনি আরও বলেন,“তাঁরা তাঁদের ব্যক্তিগত সময়, পরিবার–সব কিছু ছেড়ে দেশের জন্য কাজ করেন। তাঁদের এই আত্মত্যাগ ভাষায় প্রকাশ করা যায় না। প্রতিটি ইউনিফর্মের পেছনে একজন মানুষ আছেন। যিনি আমাদের মতোই কারও বাবা, মা, সন্তান বা সঙ্গী। আমরা যেন কখনও এই সত্য ভুলি না।”

প্রসঙ্গত, ‘মর্দানি’ সিরিজের প্রথম দুটি ছবি- ‘মর্দানি’ (২০১৪) ও ‘মর্দানি ২’ (২০১৯) দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছিল। বিশেষ করে নারী-পুলিশ অফিসারের চরিত্রে রানির দৃপ্ত অভিনয় প্রশংসিত হয়েছিল সর্বমহলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here