ময়মনসিংহে ১০০ টাকার জন্য বন্ধুকে হত্যার অভিযোগ

0

মাত্র ১০০ টাকার জন্য নাহিদ (৩০) নামের বন্ধুকে তলপেটে কাচ ঢুঁকিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই আরেক বন্ধু হৃদয় মিয়ার (২৫) বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত নাহিদ নগরীর আকুয়া গরু খোয়াড় এলাকার দুরু মিয়ার সন্তান।

সোমবার সন্ধ্যায় নগরীর আকুয়া এলাকার আমজাদ বেপারি মসজিদের সামনে এ ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। অপরদিকে, ঘাতক হৃদয় নগরীর দক্ষিণপাড়া দরবার শরীফ রোড এলাকার আব্দুল জলিলের ছেলে। তারা একসাথে চলাফেরা করতেন বলে পুলিশ জানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here