ময়মনসিংহে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা

0

ময়মনসিংহে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে যৌথ অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার বিকালে নগরীর চরপাড়া এলাকায় এ অভিযানে পরীক্ষার ফি বেশি রাখা ও ল্যাবে মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল রিএজেন্ট পাওয়া ও সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করায় তিনটি প্রতিষ্ঠাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। 

অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম। তিনি জানান, পরীক্ষার ফি বেশি রাখা ও ল্যাবে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় ল্যাবএইড হাসপাতালকে ৫০ হাজার টাকা, মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৭০ হাজার এবং পরীক্ষার ফি বেশি নেওয়া ও রিএজেন্ট সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করায় ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here