ময়মনসিংহে ভোক্তা অধিকারের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

0

দেশি পোশাক বিদেশি বলে বিক্রি, পোশাকের ক্রয় ভাউচারের চেয়ে অত্যাধিক মূল্যে বিক্রির দায়ে ময়মনসিংহে বিভিন্ন মার্কেটের ছয়টি দোকানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর বারী প্লাজা ও সূচনা শপিং কমপ্লেক্সে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে প্রতিষ্ঠানগুলো থেকে জরিমানা আদায় করেন। 

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুস সালাম। এ সময় বাজার কর্মকর্তা জিল্লুর রহমানসহ বাংলাদেশ সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা ও পুলিশ প্রশাসনের সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিলয় ফ্যাশনকে ৫০ হাজার টাকা, ইউরো ফ্যাশনকে ৩০ হাজার টাকা, বালিকা ফ্যাশনকে ২০ হাজার টাকা, এনএফ ফ্যাশনকে ১০ হাজার টাকা, লিবার্টি সুজকে ৫ হাজার ও আল-মাসুদ সুজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুস সালাম বলেন, তারা ভারতীয়, পাকিস্তানী এবং চায়না বলে যেসব পোশাক বিক্রি করছেন তার প্রমাণ চাওয়া হয়। কিন্তু তারা বিদেশী পোশাক ক্রয়ের কোন ভাউচার দেখাতে পারেনি। জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here