ময়মনসিংহে বিএনপির কালো পতাকা মিছিল

0

নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও নতুন নির্বাচন কমিশন গঠনসহ এক দফা দাবিতে ময়মনসিংহে বিএনপির কালো পতাকা মিছিলে বাধা দিয়েছে পুলিশ। শনিবার বিকেলে নগরীর নতুনবাজার দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বাতিরকল মোড়ে পৌঁছলে পুলিশের বাধায় মিছিল সেখানেই শেষ করা হয়। 

এরআগে দলীয় কার্যালয়ের সমানে মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলরের সদস্য সাবেক এমপি আবুল খায়ের ভুইয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, উত্তর জেলা আহ্বায়ক অধ্যাপক এ কে এনায়েতউল্লাহ কালাম, দক্ষিণ জেলা যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার প্রমুখ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here