বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ক্ষমতাসীনরা জনগণের সকল অধিকারের স্বাধীনতা হরণ করেছে। সেই সাথে নিজেদের দুর্নীতি করার অবাধ স্বাধীনতা নিশ্চিত করেছে।
শনিবার বিকালে নগরীর দলীয় কার্যালয়ের সামনে দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে এবং খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।