ময়মনসিংহের নান্দাইলে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত ও একজন আহত হয়েছেন।
শুক্রবার (২০ অক্টোবর) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের কাউয়ারগাতী এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- শামসুন্নাহার আক্তার (৩৫) ও একই এলাকার আব্দুল হান্নানের ছেলে হৃদয় মিয়া (২৮)।
তিনি আরও জানান, মরদেহ দুইটি উদ্ধার করা হয়েছে। আহত একজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।