ময়মনসিংহে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

0

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।   

বৃহস্পতিবার বিকালে মিজান অটো রাইস মিল প্রাঙ্গণে তারাকান্দা উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।   

উপজেলা বিএনপি নেতা রাসেল মণ্ডলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবী দলের সভাপতি হযরত আহমেদ সাকিব, তারাকান্দা উপজেলা বিএনপি নেতা শামিম তালুকদার, আসাদুজ্জামান আসাদ, রাকিব তালুকদার, অবসরপ্রাপ্ত সার্জেন্ট রফিকুল ইসলাম, তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আসাদুল হক মণ্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছায়াদুল ইসলাম মণ্ডল, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোখলেছুর রহমান মুকুল, উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল, তারাকান্দা উপজেলা ছাত্রদলে আহ্বায়ক আলমগীর হোসেন রকি, কলেজ ছাত্রদলের সদস্য সচিব মামুন ফকির প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here