ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত গাড়ির চাপায় নূরে আলম মিঠু (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে দশটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হবিরবাড়ী আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় তিন বন্ধু মিলে মোটরসাইকেল যোগে সিডস্টোর হইতে স্কয়ার মাস্টার বাড়ি যাচ্ছিলেন।
মহাসড়কের হবিরবাড়ি ইউনিয়নের আমতলি বাজারের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক নূরে আলম মিঠু রাস্তায় ছিটকে পড়েন। এসময় অজ্ঞাতনামা গাড়ির চাপায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং সাথে থাকা অপর দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। আহতদের উদ্ধার ভালুকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।