ময়মনসিংহের প্রায় দুই হাজার স্থানে অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের নামাজ। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে। একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল পৌনে ৯টায়।
এছাড়াও ঐতিহ্যবাহী বড় মসজিদে সকাল সাড়ে ৮টায় প্রথম জামাত, দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে ৯টায়, আকুয়া মার্কাজ মসজিদের মাঠে সকাল ৭টা ১৫ মিনিটে, ময়মনসিংহ মার্কাজ মসজিদে সকাল ৮টায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে সকাল সাড়ে ৮টায়, ভাটিকাশর জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ও জেলাখানা মসজিদে সকাল ৭টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এছাড়াও জেলার ৭৩টি স্থানে বড় পরিসরে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
মুসল্লিদের নির্দিষ্ট সময়ের কিছু আগে মাঠে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, করোনা প্রাদুর্ভাবে গত বছর ঈদের নামাজ শেষে কোলাকুলি করা নিষেধ ছিল। এ বছর সেই বিধিনিষেধ নেই। সকল মুসল্লিরা ঈদের নামাজ শেষে একে অন্যের সাথে কোলাকুলি করতে পারবে।