‘ময়নার চর’ দিয়ে নতুন বছরের শুরুতে বড় পর্দায় আসছেন ইমন

0
‘ময়নার চর’ দিয়ে নতুন বছরের শুরুতে বড় পর্দায় আসছেন ইমন

‘ময়নার চর’ সিনেমা দিয়ে নতুন বছরের শুরুতেই প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন। গত বছরের শেষের দিকে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। শুটিং শেষে মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি। 

নির্মাতা সূত্রে জানা গেছে, কোনোরকম কাটছাঁট ছাড়াই সেন্সর সনদপত্র পেয়েছে ‘ময়নার চর’। সিনেমা-সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার ভিত্তিতে জানুয়ারিতে সিনেমাটি মুক্তি দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং রোজা শুরু হওয়ার আগেই সিনেমাটি দর্শকদের কাছে পৌঁছে দিতে চান নির্মাতা মোস্তাফিজুর রহমান।

চর অঞ্চলের মানুষের জীবনের টানাপোড়েন এবং একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে এই সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে। গল্পের বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে প্রত্যন্ত অঞ্চলে সিনেমাটির শুটিং করা হয়েছে। 

‘ময়নার চর’ সিনেমায় ইমনকে দেখা যাবে কাশেম চরিত্রে। এতে তার বিপরীতি অভিনয় করেছেন সুস্মি রহমান। হাড়কাঁপানো শীত এবং বিদ্যুৎহীন দুর্গম চরে আধুনিক সুযোগ-সুবিধা ছাড়াই সিনেমাটির কাজ সম্পন্ন করেছেন কলাকুশলীরা।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ইমন। সিনেমাটির ছাড়পত্র পাওয়ার খবরে উচ্ছ্বসিত তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লেখেন, প্রযোজক সুমন পারভেজ যখন আমার কাছে এসেছিলেন, শুনেছিলাম সর্বোচ্চ মার্কস পেয়েছিল গল্পটি। আর এই ধরনের চরিত্র আমার আগে করাও হয়নি। গল্প আর চরিত্রের প্রেমে পড়েছিলাম। নিজের সঙ্গে নিজেকে চ্যালেঞ্জ জানালাম। লোকেশনের প্রেমে পড়ে গেলাম। পরিচালক বাবু ভাইয়ের সঙ্গে আগেও কাজ করেছি। সীমিত সুযোগ-সুবিধার মধ্যে ছবির শুটিং শেষ করেছি। হয়তো আরও ভালো হতে পারতো। কিন্তু সবার চেষ্টায় আন্তরিকতা ছিল।

সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শিগগির আসবে আনুষ্ঠানিক ঘোষণা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here