মা দিবস উপলক্ষে আগামী ১৯ মে মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি অভিনীত নির্মাতা অরণ্য আনোয়ার পরিচালিত প্রথম সিনেমা ‘মা’। এরই মধ্যে ছবিটির বিহাইন্ড দ্য সিন এবং ট্রেলার প্রকাশ করা হয়েছে। এবার প্রকাশ্যে এলো ছবিটির বিশেষ গান ‘সোনার কাঠি রূপার কাঠি জাদুর কাঠি রে’।
শুক্রবার পহেলা বৈশাখের দিনে গানটি উন্মুক্ত করা হয়েছে ইউটিউবে। এতে ‘মা’ পরীর মাতৃত্বের গল্পের বিভিন্ন অংশ উঠে এসেছে। গ্রামীণ পরিবেশে বিভিন্ন আচার পালনেও দেখা গেছে অভিনেত্রীকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন ফোকসম্রাজ্ঞী মমতাজ। মাহী ফ্লোরার লেখা এ গানের সুর করেছেন মাহাদী ও মুনতাসির। কম্পোজিশনে মুনতাসির।