গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রতিদিনের অনলাইন ভার্সনে ‘আরও ৩ সরকারি প্রতিষ্ঠান থেকে শেখ পরিবারের নাম বাদ’ শীর্ষক সংবাদের কিছু ভুল সংশোধন করা হলো। উপদেষ্টা পরিষদের বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির বরাতে সংবাদটি প্রকাশ করা হয়। সংবাদের শেষের দিকে একটি অংশে ভুলবশত লেখা হয়, ‘বৈঠকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নির্বাচন কমিশনের অধীন (ইসি) রাখার সিদ্ধান্ত হয়েছে।’ মূলত বিষয়টি মন্ত্রিপরিষদের বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের বিষয়টি ছিল না, অনিচ্ছাকৃত এই ভুলের সংশোধন করা হলো। একই সাথে আগের সংবাদ থেকে ভুল অংশটুকু বাতিল করা হলো।