মন্ট্রিয়লে বিএনপির বিজয় দিবস উদযাপন

0

কানাডার মন্ট্রিয়লে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করেছে ক্যুইবেক প্রাদেশিক শাখা বিএনপি। দিবসটি উপলক্ষে কানাডার স্থানীয় সময় সোমবার (২৫ ডিসেম্বর) রাতে মন্ট্রিয়ল নগরীর একটি রেস্তোরাঁয় আলোচনা সভার আয়োজন করা হয়। 

ক্যুইবেক প্রাদেশিক শাখা বিএনপির সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সল আহমেদ চৌধুরী। বিজয় দিবসের আলোচনা সভার শুরুতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। 

আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আবদুস সামাদ স্বপন নান্টু, দেলোয়ার হোসেন, কানাডার মানবাধিকার কর্মী ও সাবেক বিচারপতি মিলিসা সিঙ্গার, বিএনপি নেতা আবদুল আজিজ প্রমুখ। অনুষ্ঠান শেষে গনসংগীত পরিবেশন করেন শিল্পী শাকিলা খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here