মনোবিদ জন্সিকে আবারও নিয়োগ দিল বিসিবি!

0

আসন্ন ভারত বিশ্বকাপের আগে আরও একবার মনোবিদ হিসেবে টাইগার শিবিরে যোগ দিলেন ফিল জন্সি। জানা গেছে, বিশ্বকাপেও দলের সঙ্গেই থাকবেন এই অজি মনোবিদ।

আসন্ন এশিয়া কাপের জন্য গতকাল দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৭ সদস্যের এই স্কোয়াড গতকাল থেকেই অনুশীলন শুরু করেছে। শনিবার ক্রিকেটারদের সঙ্গে অনুশীলনে দেখা গেছে জন্সিকেও। তার মানে, ইতোমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়ে কাজ শুরু করেছেন তিনি।

জন্সিকে অবশ্য পুরোপুরি ক্রীড়া মনোবিদ বলা যায় না। তিনি মূলত ব্রিসবেনের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পারফরম্যান্স সাইকোলজিস্ট। যেকোনো বড় ইভেন্টের আগে কীভাবে মনের দুশ্চিন্তা বা ধোঁয়াশা দূর করে নিজের ভেতরে থাকা ক্ষমতাকে আরও ইতিবাচক করে তোলা যায়, তারই আবহ তৈরি করে দেন জন্সি। বিশ্বের নামী-দামি কর্পোরেট সংস্থার হয়ে কাজ করেন এই অজি। অস্ট্রেলিয়ার জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here