হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের উপ প্রধান মিশরীয় গোয়েন্দা প্রধানের কাছে একটি বিস্তৃত যুদ্ধবিরতি চুক্তি হস্তান্তর করেছেন। জর্ডানের সংবাদপত্র রাই-আল-ইয়ুম বুধবার জানিয়েছে, হামাসের জমা দেওয়া এই চুক্তিই মধ্যস্থতাকারীদের কাছে দেওয়া হামাসের চূড়ান্ত প্রস্তাব।
খবরে বলা হয়েছে, গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার এক সপ্তাহ আগে যুদ্ধবিরতি শুরু হবে। শালিত চুক্তিতে মুক্তি পাওয়া বন্দীদের পাশাপাশি ইসরায়েলেকে হামাস নেতা মারওয়ান বারগৌতিসহ ১৬০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে হবে।
এদিকে গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালিয়েছে আল-কুদস ব্রিগেড। আল জাজিরার খবরে বলা হয়েছে, প্যালেস্টাইন ইসলামিক জিহাদের সশস্ত্র গোষ্ঠী বলেছে, তারা খান ইউনিস শহর এলাকায় একদল ইসরায়েলি সেনা ও যানবাহনে মর্টার শেল দিয়ে হামলা চালিয়েছে।
এর আগে খান ইউনিসের উত্তরে আল-কারারা এলাকায় বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী