মধ্যরাত থেকে ৫ নদীতে দুই মাস মাছ ধরা বন্ধ

0

ইলিশসহ সব ধরনের মাছ সংরক্ষণে আগামী দুই মাস বরিশালের তিন উপজেলার ৫ নদীতে শিকার বন্ধ ঘোষণা করেছে মৎস্য অধিদপ্তর।

অধিদপ্তর সূত্রে জানা গেছে- মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত জেলার সদর উপজেলা, মেহেন্দীগঞ্জ ও হিজলা উপজেলার কালাবদর, মাছকাটা, গজারিয়া, মেঘনা ও নয়া ভাঙনি নদীর ৮২ কিলোমিটার অভয়াশ্রমে মাছ শিকার বন্ধ থাকবে। অভিযান সফল করতে এরই মধ্যে সব প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্টরা।

মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, অভয়াশ্রমে আইন অমান্য করে মাছ শিকার করলে কমপক্ষে ১ বছর, সর্বোচ্চ ২ বছর সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। অভিযান চলাকালীন নিবন্ধিত জেলেদের ভিজিএফ কার্ডে ৪০ কেজি করে চাল মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় থেকে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here