মধ্যরাতে বাগানে পাওয়া গেল গৃহপরিচারিকার মরদেহ

0

বাগেরহাটের মোরেলগঞ্জে বাগানে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে এক গৃহপরিচারিকার মরদেহ। শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে পৌরসভার সাবেক কাউন্সিলর মিজানুর রহমানের বাড়ির বাগান থেকে হাওয়া বেগমের(৬০) মরদেহ উদ্ধার করা হয়। 

থানা পুলিশ ও স্থানীয়দের দেওয়া তথ্যমতে, বাদুরতলা গ্রামের স্বামী পরিত্যাক্তা হাওয়া বেগম ৩ দিন পূর্বে ওই কাউন্সিলরের বাড়িতে ২ হাজার টাকা বেতনে ঝিয়ের কাজ নিয়েছিলেন। শুক্রবার রাতে খাবার সময় তাকে খুঁজে পাওয়া যায়নি। বাড়ির লোকজন একপর্যায়ে ঘরের বাইরে বাগানে গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় পান হাওয়া বেগমকে। 

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ‘হাওয়া বেগমের মৃত্যুর ঘটনায় আজ শনিবার একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করানো হয়েছে। তদন্ত চলছে।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here