মধ্যবিত্ত জীবনের গল্পে জোভান-পায়েলের ‘কোটিপতি’

0
মধ্যবিত্ত জীবনের গল্পে জোভান-পায়েলের 'কোটিপতি'

একগুচ্ছ অভিনয়শিল্পীকে নিয়ে পারিবারিক গল্পে নির্মিত হয়েছে নাটক ‘কোটিপতি’। কোটিপতি হয়েও মধ্যবিত্ত জীবন কাটানো এক পরিবারের গল্প দেখা যাবে নাটকে।

মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে সিএমভির ব্যানারে নাটকটি নির্মাণ করেছেন এস আর মজুমদার। সিএমভির ইউটিউব চ্যানেলে শিগগিরই প্রচার হবে নাটকটি।

নাটকটি নিয়ে বিজ্ঞপ্তিতে নির্মাতা বলেন, ‘কোটিপতি’ নাটকে মূলত সামাজিক তথা পারিবারিক প্রেক্ষাপটের একটি নাটক। যেখানে ধনী-গরীব, বাবা-মা, স্ত্রী-সন্তান, বন্ধু-সহকর্মী-স্বজনরা মিলে-মিশে একটা হাসি-কান্নার মধ্যবিত্ত জীবনের চিত্র ফুটে উঠবে।

অভিনয়শিল্পী নিয়ে মজুমদার বলেন,গল্পের কেন্দ্রে রয়েছেন ফারহান আহমেদ জোভান। স্ত্রীর চরিত্রে আছেন কেয়া পায়েল। নাটকে জোভান-পায়েলের রসায়ন নতুন কিছু নয়, তবে এবার একটু ভিন্ন অবয়বে হাজির হবেন দুইজন। সংসার, সন্তানসহ স্বামী-স্ত্রীর টানাপড়েনের জীবনে দেখা যাবে এই জুটিকে।

বিকাশ সাহা ও শরীফ রানার সিনেমাটোগ্রাফিতে ‘কোটিপতি’ নাটকে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, কিংকর আহসান, নাদের চৌধুরী, মিলি বাশারসহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here