মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

0

ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল ও আরব রাষ্ট্র সফরে যাবেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, মার্কিন পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘গাজা খালি’র ন্যক্কারজনক প্রস্তাবের পর এই প্রথম মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

বার্তা সংস্থাটি জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে মার্কিন পররাষ্ট্র দফতরের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, ‘রুবিও আগামী ১৩ থেকে ১৮ ফেব্রুয়ারি মিউনিখ নিরাপত্তা সম্মেলন এবং ইসরাইল, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং সৌদি আরব সফর করবেন।’

মার্কিন এই কর্মকর্তা আরও জানান, রুবিও এই সফরে গাজা, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের ওপর হামাসের হামলার পরের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন এবং এই অঞ্চলে স্থিতাবস্থা অব্যাহত রাখতে ট্রাম্পের প্রচেষ্টা অনুসরণ করবেন। সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here