ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক জোসেপ বরেল মধ্যপ্রাচ্যে হামলার বিষয়ে সাবধান হতে বলেছেন। তিনি সতর্ক করে বলেছেন, ‘মধ্যপ্রাচ্য একটি বয়লার, যা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে।’ খবর আনাদোলুর।
শনিবার ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে এ আহ্বান জানান তিনি। সিরিয়া ও ইরাকে ইরান-সংশ্লিষ্ট স্থাপনার ওপর যুক্তরাষ্ট্রের হামলার পর আর সহিংসতা না বাড়াতে সব পক্ষের প্রতি আহ্বান জানান ইউরোপীয় ইউনিয়নের এই পররাষ্ট্র নীতির প্রধান।