হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান সালেহ আল-আরোরি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলকে ইসরায়েল আগামী দুই বছরের মধ্যে ভয়াবহ যুদ্ধের মধ্যে ঠেলে দিবে।
আল জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। হামাসের এই নেতা বলেন, ইসরায়েল আগামী দুই বছরের মধ্যে মধ্যপ্রাচ্যকে একটি ‘বিস্তৃত, ব্যাপক এবং অত্যন্ত বিপজ্জনক সংঘর্ষের’ দিকে ঠেলে দেবে।
তিনি বলেন, স্বল্প মেয়াদে এটা হবে। আমি দুই থেকে তিন বছরের কথা বলছি এবং এই সরকারের অবশিষ্ট সময়ের কথা বলছি।
এই হামাস নেতা বলেন, ইরান ও হিজবুল্লাহর প্রতি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের নীতির ফলে আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত ঘটতে পারে। সবাইকে অবশ্যই মনে রাখতে হবে যে, এই সরকার অবশ্যই পুরো অঞ্চলকে এবং অদূর ভবিষ্যতে একটি বিস্তৃত এবং অত্যন্ত বিপজ্জনক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।
তিনি আরও বলেন, নেতানিয়াহু সরকার ইহুদিবাদী সম্প্রদায়ের মধ্যেও বিভাজন সৃষ্টি করছে। সূত্র: জেরুজালেম পোস্ট