মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

0
মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

‘হাত ধোয়ার নায়ক হোন’, এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে জাতীয়  বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে হাত ধোয়া প্রদর্শন, পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রাশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী আয়োজনের উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে হাত ধোয়া প্রদর্শনী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান, যুব উন্নয়নের কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন, একাডেমি শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমেদ, জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন,  মধুপুর পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা সোনিয়া ইয়াসমিন প্রমুখ।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here