দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে টানা ষষ্ঠ বারের মতো বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী।
বেসরকারি ফলাফলে তিনি ২ লাখ ২০ হাজার ১৪২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ মোহাম্মদ সাঈদ আঙুর পেয়েছেন ৫ হাজার ৩৪২ ভোট, লাল মোহাম্মদ শাহজাহান পেয়েছেন চার হাজার ৫৭৬ ভোট ।