মণিপুরে জঙ্গি হামলায় ২ নিরাপত্তারক্ষীর মৃত্যু

0

উত্তর-পূর্ব ভারতের রাজ্য মণিপুরে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হামলায় মৃত্যু হয়েছে ২ নিরাপত্তারক্ষীর। নিহতরা কেন্দ্রীয় বাহিনী ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স’ (সিআরপিএফ)-র সদস্য। এই হামলায় সিআরপিএফের আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। 

শুক্রবার দিবাগত রাতে রাজ্যটির বিষ্ণুপুর জেলার নারানসেনা এলাকায় নিরাপত্তা বাহিনীর উপরে অতর্কিত হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যরা। 

সিআরপিএফের এক কর্মকর্তা জানান, ‘একটি উঁচু জায়গা থেকে সিআরপিএফের ক্যাম্প লক্ষ্য করে বিচ্ছিন্নতাবাদীরা নির্বিচারে গুলি চালাতে থাকে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টা নাগাদ এই হামলা শুরু হয় এবং তা স্থায়ী হয় ২টা ১৫ মিনিট নাগাদ। হামলাকারীরা বোমা ও নিক্ষেপ করে। একটি বোমা বিস্ফোরণ হয়।’ 

নিহত সিআরপিএফের সদস্যরা হলেন সাব-ইন্সপেক্টর এন. সরকার এবং হেড কনস্টেবল অরূপ সাইনি। আহতরা হলেন ইন্সপেক্টর যাদব দাস, কনস্টেবল আফতাব হোসেন। এ ঘটনার পর ওই এলাকায় আরও বেশি সংখ্যায় সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি অপরাধীদের ধরতে তল্লাশি অভিযানো চালানো হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here