এবার বলিউড অভিনেতা অক্ষয় কুমার মণিপুরে দুই নারীকে নগ্ন করে ক্যামেরার সামনে হাঁটানোর ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি রীতিমতো এই দৃশ্য দেখে ‘শিউরে’ উঠেছেন। বৃহস্পতিবার সকালে এক টুইটে তিনি এ কথা লেখেন।
অক্ষয় বলেন, বিবস্ত্র করে তাদের ক্যামেরার সামনে হাঁটানোর দৃশ্য দেখে আমি ‘শিউরে’ উঠেছি। এ ঘটনায় জড়িত অপরাধীদের এমন শাস্তি হোক যাতে এমন রোমহর্ষক ঘটনার চিন্তাও কেউ কখনও না করে।
উল্লেখ্য, গত ৪ মে মণিপুরের রাজধানী ইম্ফল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায় এ ঘটনাটি ঘটে। ঘটনাটি নিয়ে ভারতজুড়ে ব্যাপক নিন্দা চলছে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি উঠেছে। সূত্র : এনডিটিভি।