মণিপুরে দুই নারীকে বিবস্ত্র করে ঘোরানোর ঘটনায় উত্তাল ভারতের সংসদ। বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় দিন সোমবার মণিপুর ইস্যুতে দফায় দফায় মুলতবি হলো সংসদের অধিবেশন।
গত ৪ মে উত্তর-পূর্ব ভারতের মণিপুর রাজ্যের কাংপোকপি এলাকায় কুকি সম্প্রদায়ের দুই নারীকে বিবস্ত্র করে প্যারেড করানো হয় বলে অভিযোগ। ওই ঘটনার প্রায় ৮১ দিন পর সামাজিক যোগাযোগের মাধ্যমগুলিতে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তাল গোটা ভারত।
সেক্ষেত্রে ‘ইন্ডিয়া’ নামে বিরোধী জোট গঠন হওয়ার পর এই প্রথম ওই সংগঠনের সদস্যদের একজোট হয়ে কোন বিক্ষোভে অংশ নিতে দেখা গেল। হাতে প্ল্যাকার্ড, পোস্টার নিয়ে সরকারের বিরোধিতা করে স্লোগান দিতে থাকে বিরোধী সাংসদরা।
এরপর সংসদের ভিতরে এসেও একই দাবিতে সোচ্চার হয় বিরোধীদলের সংসদরা। একসময় রাজ্যসভার অধিবেশন চলাকালীন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় এর সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনের সাথে। এরপরই বিরোধী দলের সাংসদরা হট্টগোল শুরু করে দেয়। সবমিলিয়ে দুপুর ২ টা পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতবি করে দিতে বাধ্য হন রাজ্যসভার চেয়ারম্যান। এরপর একই ইস্যুতে বিরোধীরা বিক্ষোভ দেখালে বিকেল ৩ টা পর্যন্ত তৃতীয়বারের জন্য রাজ্যসভার অধিবেশন মুলতবি করা হয়। এরপর এদিনের মত মুলতবি করে দেওয়া হয় অধিবেশন।
একই দৃশ্য দেখা যায় লোকসভার অধিবেশনে। সংসদের ভিতরেই ‘ইন্ডিয়া ফর মণিপুর’ প্ল্যাকার্ড নিয়ে এই ইস্যুতে প্রধানমন্ত্রী মোদির বক্তব্যের দাবি জানাতে থাকে বিরোধী সাংসদরা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্পষ্টতই জানান ‘আমরা সংসদে আলোচনার জন্য প্রস্তুত।’
পরে দুপুর দু’টোয় ফের সংসদের অধিবেশন শুরু হলে লোকসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন ‘আমি সংসদে মণিপুর নিয়ে আলোচনার জন্য প্রস্তুত। আমি বিরোধীদের অনুরোধ করছি এই বিষয়ে আলোচনা করতে দিন। এই স্পর্শকাতর বিষয়ে দেশের সত্য জানাটা খুব জরুরি।’
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পরই বিরোধীরা ফের একই দাবিতে সরব হয়ে পড়লে, এই দিনের মত মুলতুবি হয়ে যায় লোকসভার অধিবেশন।