মক্কার গ্র্যান্ড মসজিদে না ঘুমাতে মুসল্লিদের সৌদির নির্দেশনা

0

মক্কার গ্র্যান্ড মসজিদে না ঘুমাতে হজ ও ওমরাহ যাত্রীদের বিশেষ নির্দেশনা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। পাশাপাশি মসজিদে না বসতেও মুসল্লিদের নির্দেশনা দেওয়া হয়েছে।

অনাকাঙ্ক্ষিত ভিড় এড়াতেই এই নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়টি।

একইসাথে চলাচলের ক্ষেত্রে নারী ও বয়স্কদের অগ্রাধিকার দেওয়ার বিষয়েও অনুরোধ করা হয়েছে। মেনে চলতে বলা হয়েছে স্থানীয় কর্তৃপক্ষের সব নিয়মকানুন। চলমান ওমরাহ মৌসুমে দাবদাহ চলছে। সেই অতিরিক্ত তাপ এড়াতে সৌদি কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনাও যথাযথভাবে মেনে চলতে বলা হয়েছে। 

চলতি বছর হজে অংশ নিয়েছিলেন ১৮ লাখ মুসল্লি। বর্তমানে কিছু নিয়ম-নীতিতেও পরিবর্তন এনেছে সৌদি। ব্যক্তিগত কিংবা ট্যুরিস্ট যেকোনো ভিসা সৌদিতে ওমরাহ পালন করতে পারবেন মুসল্লিরা। ওমরাহ ভিসার মেয়াদ ৩০ থেকে দিন বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। 

সূত্র: খালিজ টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here