১৭তম ওভারে হ্যাটট্রিক করে চট্টগ্রামকে চূড়ান্ত হারের দিকে ঠেলে দিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অলরাউন্ডার মঈন আলি। ২৪০ রানের টার্গেটে খেলতে নেমে ১৬.৩ ওভারেই ১৬৬ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
৭৩ রানের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে কুমিল্লা।
মাঝখানে তাওহীদ হৃদয় ও ব্রুক গেস্ট সুবিধা করতে না পারলেও পাঁচে নেমে ঝড় তোলেন মঈন আলি। ২৪ বলে ৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই ব্যাটার।
সবমিলিয়ে বিপিএলের ২৯তম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ২৪০ রানের টার্গেট দিয়েছিল কুমিল্লা। নির্ধারিত ২০ ওভারে ২৩৯ রান তুলতে কুমিল্লার খোয়া যায় মাত্র ৩ উইকেট।
বল হাতে কুমিল্লার পক্ষে ৪ ওভারে স্রেফ ২২ রান দিয়ে চার উইকেট নেন রিশাদ হোসেন। হ্যাটট্রিক করা মঈনের শিকারও চার উইকেট। ৮ ম্যাচে ছয় জয় নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে কুমিল্লা, ৯ ম্যাচে ৫ জয় নিয়ে পরের অবস্থান চট্টগ্রামের।