ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি বেকারিকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকা, মোড়কের গায়ে নিট ওজন, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ সঠিকভাবে উল্লেখ না করে পণ্য বিক্রির দায়ে এ জরিমানা করা হয়।
রবিবার বিএসটিআই কুমিল্লা কর্তৃক অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট পূদম পুষ্প চাকমা। অভিযান সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফেনীর বিসিক শিল্প নগরীর মেসার্স হীরা বিস্কুট প্রা. লি. এর ৩০ হাজার টাকা ও মেসার্স মিষ্টি ছায়া ফুডসের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ওই দুই প্রতিষ্ঠানের পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকা, মোড়কের গায়ে নিট ওজন, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ সঠিকভাবে উল্লেখ না করে কেক, পাউরুটি, বিস্কুট ও চানাচুর প্রস্তুত, মোড়কজাত ও বাজারজাত করায় এ জরিমানা করা হয়। এসময় বিএসটিআই, কুমিল্লা কার্যালয়ের পরিদর্শক আরিফ উদ্দিন প্রিয় উপস্থিত ছিলেন।