বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার আওতায় থাকা নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে রুশ কর্তৃপক্ষ।
পাঁচ দিনের মধ্যে এ নথি হস্তান্তর করতে হবে বলে সোমবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পাসপোর্টে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্বাক্ষর থাকতে হবে বলে জানানো হয়েছে। পাসপোর্ট জমা দেওয়ার পর পুনরায় আবেদনের ভিত্তিতে সংগ্রহ করা যাবে।
এর আগে চলতি বছরের মার্চে নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ফিন্যান্সিয়াল টাইমস জানায়, রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষেবার সঙ্গে জড়িত কর্মকর্তাদের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে। সূত্র: রয়টার্স