টানা চার ম্যাচ পর লা লিগায় জয়ের দেখা পেয়েছে বার্সেলোনা। প্রতিপক্ষ ভ্যালেন্সিয়াকে ৭-১ গোলে রীতিমতো বিধ্বস্ত করেছে কাতালানরা। সোমবার (২৭ জানুয়ারি) ঘরের মাঠে প্রতিপক্ষের ওপর এ তাণ্ডব চালায় বার্সা। দলের পক্ষে একটি করে গোল করেন রবার্ট লেভানডোভস্কি, রাফিনিয়া, ডি ইয়ং ও ফেরান তোরেস। অন্য গোলটি আত্মঘাতী। ভ্যালেন্সিয়ার হয়ে একমাত্র গোলটি করেছেন হুগো দুরো।
ম্যাচের তৃতীয় মিনিটে বার্সেলোনার উৎসবের শুরু। লামিন ইয়ামালের বাড়ানো বল থেকে ডি ইয়ংয়ের নিচু শট স্বাগতিকদের এগিয়ে দেয় শুরুতেই। পরের গোলটা এল মিনিটের কাটা দুই অঙ্ক ছোঁয়ার আগেই। অ্যালেক্স বালদের নিচু ক্রসে গোল করেন ফেররান তরেস।
১৪ মিনিটে এল তিন নম্বর গোলটা। রাফিনিয়াকে বলটা এবার বানিয়ে দিলেন ফেরমিন। ২৪ মিনিটে গোলের খাতায় নাম লেখান আগের গোলের কারিগর। রক্ষণ থেকে পাউ কুবারসির বাড়ানো বল দারুণভাবে সামলে নিয়ে গোলরক্ষক গিওর্গি মামার্দাশভিলিকে ফাঁকি দিয়ে জড়ান জালে।
প্রথমার্ধের যোগ করা সময়ে সেই ফেরমিন করেন আরও এক গোল। রাফিনিয়ার শট ক্রসবারে লেগে ফিরে এলেও ফিরতি সুযোগটা হেলায় হারাননি তিনি। এই গোলের ফলে প্রায় দশ বছর পর কোনো লা লিগার ম্যাচে প্রথমার্ধের আগেই প্রতিপক্ষের জালে ৫ গোল জড়ানোর তৃপ্তি নিয়ে প্রথমার্ধ শেষ করে বার্সা, শেষবার এমন কিছু হয়েছিল ২০১৫ সালের এপ্রিলে, সেবার হেতাফের বিপক্ষে প্রথমার্ধটা বার্সা শেষ করেছিল ৫ গোলের লিড নিয়ে।
ভ্যালেন্সিয়া ম্যাচের ঘণ্টা পেরোনোর একটু আগে উগো দুরোর গোলে ব্যবধান কমায়। তবে বদলি হিসেবে মাঠে আসা রবার্ট লেভান্ডভস্কির ১৭তম লিগ গোলে আবারও ৫ গোলের লিড পেয়ে যায় বার্সা। শেষের একটু আগে সেজার তাররেখার আত্মঘাতী গোল স্কোরলাইনটাকে ৭-১ এ রূপ দেয়।
লেভার গোলটা বার্সাকে হানসি ফ্লিকের অধীনে ১০০তম গোলের দেখা পাইয়ে দেয়। সেটা এসেছে ৩২তম ম্যাচে। কোনো মৌসুমে ৩২ ম্যাচ শেষে এর চেয়ে বেশি গোল করেছে বার্সা মোটে তিন বার– ১৯৪২-৪৩ মৌসুমে ১০৬, ১৯৫৮-৫৯ মৌসুমে ১০৩ ও ২০১১-১২ মৌসুমে করেছিল ১০২ গোল। ৩২তম ম্যাচে তিন অঙ্কের গোলসংখ্যা ছুঁয়ে হানসি ফ্লিক বনে গেছেন দ্বিতীয় দ্রুততম কোচ যার অধীনে বার্সা ১০০ গোল করল, ১৯৫৯ সালে হেলেনিও এররেরার অধীনে ৩১ ম্যাচে এই রেকর্ড গড়েছিল কাতালানরা।
এই জয়ের পরেও বার্সা রইল টেবিলের তিনেই। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্টের পার্থক্যটা নেমে এসেছে ৭-এ। নিজেদের পরের ম্যাচ বার্সেলোনা খেলবে আগামী বুধবার। চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে সেদিন সিরি’আর দল আটালান্টাকে আতিথ্য দেবে বার্সা।