ময়মনসিংহে ভ্যান-অটোরিকশা সংঘর্ষে শরীফ উদ্দিন (৫০) নামে এক কৃষকলীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত শরীফ নগরীর মাসকান্দা এলাকার মৃত সেকান্দার আলীর ছেলে। তিনি জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক ছিলেন।
শুক্রবার (৬ অক্টোবর) রাতে নগরীর মাসকান্দা-হৃদয় মোড় সড়কে এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেন।
ওসি আরও বলেন, মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। নিহতের স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।