ভোলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জুন্নু,  সম্পাদক হেলাল

0
ভোলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জুন্নু,  সম্পাদক হেলাল

ভোলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন নির্বাচনে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ 24-এর জেলা প্রতিনিধি জুন্নু রায়হান সভাপতি এবং যুগান্তর ও গাজী টিভির জেলা প্রতিনিধি হেলাল উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ৭১ টেলিভিশনের কামরুল ইসলাম এবং সহ-সাধারণ সম্পাদক মাই টিভির আরিফ হোসেন লিটন। 

শুক্রবার ভোলা প্রেসক্লাবে আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নজরুল হক অনু বিকালে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে আনন্দঘন পরিবেশে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

কার্যনির্বাহী কমিটির ১১টি পদের বিপরীতে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচিত অন্যান্যরা হলেন—অর্থ সম্পাদক জুয়েল সাহাব বিকাশ (যমুনা টিভি), দপ্তর সম্পাদক ইমতিয়াজুর রহমান (এখন টিভি), গবেষণা ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মো. মহিউদ্দিন (এশিয়ান টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মঞ্জুর আলম (এটিএন নিউজ), নির্বাহী সদস্য জসিম রানা (মোহনা টিভি), সিদ্দিকুল্লা (এটিএন বাংলা) এবং ছোটন সাহা (দেশ টিভি)।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার নাসির উদ্দিন লিটন ও অচিন্ত্য মজুমদার।

নির্বাচিত নেতৃবৃন্দ বলেন, আমরা কেউই বিজয়ী হইনি, কেউই হেরে যাইনি। সবাই মিলে টেলিভিশন সাংবাদিকদের অধিকার রক্ষায় একসঙ্গে কাজ করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here