নগরীর চান্দঁগাও থানার মোহরা রাস্তার মাথা থেকে ভোলার গণধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতের নাম মো. সাগর (২০)। সোমবার মোহরা রাস্তার মাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাগর ভোলার লালমোহন থানার মনির বাকলাইয়ের ছেলে।
আদালত পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিলে পুলিশ তদন্ত করে প্রতিবেদন দাখিল করে। মামলার প্রধান আসামি সাগরকে মোহরা রাস্তার মাথা থেকে গ্রেফতার করা হয়। তাকে ভোলার লালমোহন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।