ভোলার চরফ্যাশনে ডেঙ্গুতে নারীর মৃত্যু

0

ভোলার চরফ্যাশনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাজেরা বেগম (৩৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮টায় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে মারা যান তিনি। ভোলা জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এটি প্রথম মৃত্যু।

মৃত হাজেরা বেগমের বাড়ি চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন নীলকমল ইউনিয়নে। নিহতের আত্মীয়রা জানান, গত ৩০ জুলাই শরীরে জ্বর নিয়ে চরফ্যাশনে পরীক্ষা-নিরীক্ষায় তার ডেঙ্গু  ধরা পড়ে। তিনি ডাক্তার দেখিয়ে  প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে চলে যান। বুধবার হঠাৎ তার শরীর অস্বাভাবিক ফুলে যাওয়ায় রাতে তার  স্বজনরা চরফ্যাশন হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের সিঁড়ির উপরে উঠার সময়ে খিচুনি উঠে তিনি সিঁড়িতেই মারা যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here