ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে নিষিদ্ধ মশারি ও খুঁটি জাল দিয়ে মাছ ধরার দায়ে ১২ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ।
সোমবার বিকেলে মেঘনা নদীর মদনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০ হাজার মিটার নিষিদ্ধ চরঘেরা মশারি জাল, ৫০০ টি গাছের খুঁটি, ১৫০ কেজি মাছ ও ৪টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। পরে রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ জেলেকে জরিমানা করার পাশাপাশি জাল ও খুঁটি আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ জেলের ১১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত জাল ও খুঁটি আগুনে পুড়িয়ে নষ্ট করার পাশাপাশি জব্দকৃত মাছ অসহায় দরিদ্রদের মাঝে বিতরণের করা হয়। এছাড়া জব্দকৃত ইঞ্জিন চালিত ৪টি নৌকা নিলামে বিক্রি করার সিদ্ধান্ত নেয়া হয় বলেও জানান তিনি।