ভোলায় হাতবোমা-ইয়াবাসহ ৫ সন্ত্রাসী আটক

0

ভোলায় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২১টি হাত বোমা, ৫৬৯ পিস ইয়াবা এবং নগদ ৪৪ হাজার টাকাসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা। আজ শুক্রবার ভোরে সদর উপজেলার ভেদুরিয়া এলাকা থেকে এদের আটক করা হয়। 

কোস্টগার্ড দক্ষিণ জনের স্টাফ অফিসার অপারেশন লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ জানান, দীর্ঘদিন যাবত একদল দুর্ধর্ষ সন্ত্রাসী ভেদুরিয়া ইউনিয়নের সাধারণ জনগণকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদাবাজী, সন্ত্রাসীসহ অন্যান্য অবৈধ কার্যক্রম করে আসছিলো। এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাত ২টার দিকে অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, অভিযানে মো. জাহাঙ্গীর, মো. মঞ্জু, মো. জিয়া, আব্দুল আব্বাস এবং মো. সেলিম নামের পাঁচজনকে আটক করা হয়। এদের সকলর বাড়ি ভেলুমিয়া এলাকায়। এদের নামে থানায় একাধিক মামলা রয়েছে। আটককৃতদেরকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here