ভোলায় স্কুল শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

0

ভোলা সদর উপজেলার শান্তির হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক তোফায়েল আহমেদকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। এ সময় তারা প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ এর মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিয়েছেন। চব্বিশ ঘণ্টার মধ্যে তাকে মুক্তির আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। 

আজ বৃহস্পতিবার দুপুরে ভোলার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন শিক্ষক শিক্ষার্থীরা। পরবর্তীতে শিক্ষকের মুক্তির দাবিতে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ।

এ সময় বাংলাদেশ শিক্ষক সমিতি (সেলিম ভূইয়া) ভোলা জেলা সভাপতি মো. ইব্রাহিম, বাংলাদেশ শিক্ষক সমিতির (কামরুজ্জামান) সাধারণ সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু, বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) সদর উপজেলা শাখার সভাপতি মেজবাহউদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজসহ শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

শিক্ষক নেতৃবন্দ জানান, তোফায়েল আহমেদ শান্তি হাট ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। এছাড়াও তিনি ভোলা জেলা স্কাউটস এর কোষাধ্যক্ষ এবং বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) ভোলা সদর উপজেলা শাখার সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। 

শিক্ষক নেতৃবৃন্দ বলেন, তোফায়েল আহমেদ সজ্জন, শান্তিপ্রিয় একজন সম্মানিত মানুষ। তিনি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি কোন অসামাজিক কিংবা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত নন। স্থানীয় একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহলের ষড়যন্ত্রের স্বীকার হয়েছেন প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ। অবিলম্বে তাকে সসম্মানে মুক্তির দাবি জানান শিক্ষক ছাত্রছাত্রীবৃন্দ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here