ভোলায় মোটরসাইকেল এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নুরে আলম (৩৫) ও আবুল কালাম (৪৫) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তারা দুইজনই দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়ন যুবদল নেতা ছিলেন।
শুক্রবার (২ জুন) নিহত দুইজন মোটরসাইকেলযোগে নুরমিয়ারহাট এলাকায় সিহাব নামে এক ব্যক্তির স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে বিকাল ৫টার দিকে দৌলতখান উপজেলার নুরমিয়ার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে স্বজনদের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।