ভোলায় তিন দিনব্যাপী আন্ত উপজেলা সাংস্কৃতিক উৎসব ও পিঠা মেলা শুরু হয়েছে। আজ সোমবার বিকালে ভোলা শহরের প্রাণকেন্দ্র বাংলা স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে তিন দিনের এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান।
মেলায় জেলার সাত উপজেলা থেকে আসা বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানমালা উপস্থাপন করবে। পাশাপাশি মেলায় বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিগত উদ্যোগে বাহারি রকমের পিঠা-পুলির ১৯ টি স্টল এবং ৭টি বইয়ের স্টলসহ মোট ২৬ টি স্টল স্থান পেয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেলিনা আক্তার প্রমূখ।