ভোলায় বাস ও অটোরিকশা মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দু’জন শিক্ষার্থী রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার সকালে ভোলা-চরফ্যাশন সড়কের খায়েরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, চরফ্যাশন থেকে ভোলাগামী একটি যাত্রীবাহী বাস ভোলা চরফ্যাশন সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।
ভোলা ও দৌলতখান থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নিয়েছে। চালক ও দুর্ঘটনা কবলিত বাসটি আটক করেছে পুলিশ।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।