বিদেশ গিয়ে প্রতারণার শিকার হয়ে ফিরে আসা নারীদের পুনর্বাসনের লক্ষ্যে ভোলা স্বেচ্ছাসেবী ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় ভোলা প্রেসক্লাবে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ এম. ফারুকুর রহমান।
সভায় বেসরকারি উন্নয়ন সংস্থা আবাস প্রতিনিধি রাম প্রসাদ জানান, এসডিসির অর্থায়নে অভিবাসী পূণর্বাসন বিশেষ করে প্রতারিত প্রবাসী নারীদের পুনর্বাসন প্রকল্পের আওতায় ভোলা জেলার চারটি উপজেলায় ৯ শতাধিক নারীকে পুনর্বাসন করার লক্ষ্য নিয়ে কাজ করবে আবাস। এ লক্ষ্যে সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থা এবং স্থানীয় শুশীল সমাজের প্রতিনিধিদের সাথে পর্যায়ক্রমে মতবিনিময় সভা করা হবে। এই প্রকল্পের মাধ্যমে বিদেশ ফেরৎ নারীদেরকে স্ব স্ব যোগ্যতা ও অবস্থানের আলোকে পুনর্বাসন করা হবে।