ভোলায় পিটিয়ে যুবলীগ নেতার হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ

0

ভোলার লালমোহনে মো: সিরাজ নামে এক যুবলীগ নেতাকে প্রতিপক্ষের লোকজন তুলে নিয়ে হাত পা ভেঙে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মুমূর্ষু যুবলীগ নেতাকে আজ বিকালে বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়েছে।

সিরাজের স্বজনরা জানায়, শনিবার রাতে বাড়ির সামনে থেকে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে তুলে নিয়ে লোহার রড ও লাঠিসোঠা দিয়ে বেদম মারধর করে হাত পা ভেঙে দেয়। পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে লালমোহন হাসপাতালে নেয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করে। আজ রবিবার বিকালে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাপসাতালে প্রেরণ করা হয়। স্বজনদের অভিযোগ সিরাজ আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশী আবু নোমান হাওলাদারের পক্ষে কাজ করছে- এই অপরাধে আওয়ামী লীগের অপর একটি গ্রুপ তার উপর এই বর্বর হামলা ও নির্যাতন চালিয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here