ভোলায় পিটিয়ে ব্যবসায়ীর দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ

0

ভোলায় জসিম হাওলাদার (৪৫) নামে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে দুই পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। আজ রবিবার (১৬ এপ্রিল) দুপুরে লালমোহন বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লালমোহন হাসপাতালে, পরে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

আহত ব্যবসায়ী জানান, লালমোহন বাজারে তার চায়ের দোকান আছে। আজ দুপুরে ১০-১২ জন লোক তার দোকেনে ঢুকে তাকে টেনে হিঁচড়ে দোকান থেকে বের করে একটি কালো গাড়িতে তুলে নেয়। পরে তার হাত ও মুখ বেঁধে একটি বন্ধ স্কুলঘরে নিয়ে যায়। সেখানে রড ও জিআই পাইপ দিয়ে তার দুই পাসহ শরীরের বিভিন্ন যায়গায় বেদম মারধর করে। এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে যান। 

লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানান, প্রতিদিন পারিবারিকভাবে নিজেদের মধ্যে মারামরির অনেক ঘটনা ঘটে। তবে এ বিষয়ে থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here